
বৃহস্পতিবার ২৯ মে ২০২৫
সংবাদ সংস্থা মুম্বই: মিঠি নদী পরিষ্কারের নামে কোটি টাকার দুর্নীতির অভিযোগ—এবার সেই মামলায় মুম্বই পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং (EOW)-এর মুখোমুখি হলেন বলিউড অভিনেতা দিনো মোরিয়া। এদিন সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দিনো এবং তাঁর ভাইয়ের নাম উঠে আসে মামলার মূল অভিযুক্ত কেতান কাদম এবং জয় জোশীর কল রেকর্ড ঘেঁটে দেখার সময়। তদন্তকারীদের দাবি, ওই দুই অভিযুক্তের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ ছিল দিনো ও তাঁর ভাইয়ের। বর্তমানে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে—তাঁদের কি কোনও ভূমিকা ছিল, কিংবা তাঁরা অভিযুক্তদের কার্যকলাপ সম্পর্কে জানতেন কি না—সেটাই জানার চেষ্টা করছে পুলিশ।
প্রসঙ্গত, মামলাটি মূলত মুম্বই মহানগর পালিকা (BMC)-র মিঠি নদী থেকে কাদা পরিষ্কারের জন্য ৬৫ কোটি টাকার একটি টেন্ডার নিয়ে। অভিযোগ, বিএমসি-র একাধিক আধিকারিক, কেরল-ভিত্তিক একটি সংস্থা ম্যাটপ্রপ, এবং ‘মেশিন রেন্টিং’ ব্যবসায়ী কেতান কাদম ও জয় জোশীর মধ্যে গোপনে আঁতাত হয়।
ইকোনমিক অফেন্সেস উইং (EOW)-র অভিযোগ অনুযায়ী, বিএমসি-র একটি টিম প্রথমে কেরলের ম্যাটপ্রপ সংস্থার প্লান্ট ঘুরে আসে। পরে ঠিক সেই কোম্পানির নির্দিষ্ট মেশিনের উল্লেখ করে টেন্ডার ডাকা হয়—ফলে টেন্ডার পেতে হলে যে কোনও কনট্রাক্টরকে ম্যাটপ্রপ থেকেই মেশিন কিনতে বা ভাড়া নিতে হত। তদন্তে উঠে এসেছে, এক বিএমসি আধিকারিক যন্ত্র কিনতে গেলে তাঁকে পাঠিয়ে দেওয়া হয় কেতান কাদম এবং জয় জোশীর কাছে, যাঁরা এই ধরণের যন্ত্র ভাড়া দিয়ে থাকেন। প্রথমে তাঁরা ৮ কোটি টাকার দাবি করলেও পরে ৪ কোটিতে চুক্তি হয়।
সাধারণত প্রতি মেট্রিক টনে কাদা পরিষ্কারের খরচ যেখানে ১৬০৯ টাকা, সেখানে ওই যন্ত্র ব্যবহার করে সেটা বাড়িয়ে দেওয়া হয় ২১৯৩ টাকা। বিএমসি-র ভিজিল্যান্স বিভাগ আপত্তি জানালে, পুরনো রেটই মেনে নেওয়া হয়, কিন্তু ততদিনে ১৭ কোটি টাকা দেওয়া হয়ে গিয়েছে সংশ্লিষ্ট কনট্রাক্টরদের। তদন্তে জানা গিয়েছে, স্লাজ শহরের বাইরে নিয়ে যাওয়ার ভুয়ো বিল বানিয়ে সেই টাকাও আদায় করা হয়েছে।
এই মামলায় এখনও পর্যন্ত ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ম্যাটপ্রপ-এর দীপক মোহন এবং কিশোর মেনন। তবে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন শুধুমাত্র কেতান কাদম ও জয় জোশী।
অভিনেতা দিনো মোরিয়া সরাসরি অভিযুক্ত না হলেও, তাঁর যোগাযোগ ও ভূমিকা ঘিরে তদন্তে নেমেছে ইকোনমিক অফেন্সেস উইং (EOW)।
আচমকাই গুরুতর অসুস্থ ইমরান হাশমি, শুটিংয়ের মাঝে হাসপাতালে ভর্তি অভিনেতা, কী হয়েছে তাঁর?
আচমকা ‘কোন গোপনে মন ভেসেছে’ ছেড়ে বলিউডে পাড়ি মিশমির! বড়পর্দা না ওটিটি- কোথায় শুরু নতুন ইনিংস?
নদীর গল্প, অথচ সমাজের আয়না! আসছে ‘তোর্ষা একটি নদীর নাম’—ছোটদের চোখ দিয়ে বড়দের জাগরণ
প্রেম নাকি প্রতিশোধ? টাইগার-জাহ্নবী জুটির প্রথম ছবি ‘লগ যা গলে’র নেপথ্যে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক গল্প!
‘স্পিরিট’ বিতর্কে দীপিকার পাশে তমন্না! একটি শব্দও খরচ না করে এই অসাধ্য সাধন কীভাবে করলেন ‘বাহুবলী’ নায়িকা?
প্রতীকের পথেই হাঁটলেন রত্নপ্রিয়া, কোন নায়কের সঙ্গে জুটি বেঁধে জি বাংলায় ফিরছেন অভিনেত্রী?
Exclusive: ‘যত দিন খিদে থাকবে, ততদিন মার্ক্স প্রাসঙ্গিক থাকবে’, ১৬ বছর পর মঞ্চে উঠেই সপাট সৃজিত!
'এত কৈফিয়ৎ কেন দেব?'-'হাউজফুল ৫'-এ পারিশ্রমিক নিয়ে প্রশ্ন ওঠায় রাগে ফুঁসে উঠে কী বললেন অক্ষয় কুমার?
সব জল্পনার অবসান ঘটিয়ে 'পাচক মশাই'-এর কাছে ফিরল 'কথা', এবার বাড়বে কি টিআরপি?
‘ছোটি বাচ্চি হ্যায় কেয়া?’ ‘হাউসফুল ৫’-এ টাইগারের মিম সংলাপে জ্যাকির ছক্কা! দেখেশুনে কী বলল নেটপাড়া?
‘হেরা ফেরি ৩’ চিত্রনাট্য-ই হাতে পাননি পরেশ রাওয়াল? অক্ষয়ের উদ্দেশ্যে ‘বাবু ভাইয়া’র আইনজীবীদের পাল্টা কী কী অভিযোগ?
৭৫ বছর বয়সেও জিমে 'হার্ডকোর' রাকেশ রোশন! বাবার কীর্তি দেখে এ কী বলে বসলেন হৃতিক?
‘তুই জানিস কাট্টা কি?’— শাহরুখের প্রেমের পথে বন্দুকের হুমকি দিয়েছিলেন গৌরীর পরিবারের কোন সদস্য?
রণবীর-দীপিকা বিয়ে করুক চাইতেন শ্যাম্মি কাপুর! কেন ‘পিকু’কে কাপুর-ঘরণী করতে চাইতেন তিনি?
'ও তো খুব দুষ্টু..'-তাব্বুকে চুমু খেতে গিয়ে কী অবস্থা হয়েছিল ঈশান খট্টরের? লজ্জা ভুলে কী বললেন অভিনেতা?